আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:২৭

সুনামগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-১, দণ্ড

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২০, ০১:৩৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-১, দণ্ড

সিলেটের বার্তা ডেস্ক:: সুনামগঞ্জে পৃথক অভিযানে সুনামগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। অন্যদিকে অপর এক মাদকসেবীকে ১৫ দিনের দণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুনামগঞ্জের সদর থানা এলাকা থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাদক সেবনকারীকে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার (৮ মার্চ) সুনামগঞ্জের সদর থানার ব্রাহ্মণগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদকদ্রব্য সেবন ও বিক্রয় করার অপরাধে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং আটক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেছে র‌্যাব-৯ – এর ভ্রাম্যমাণ আদালত।
পরে উদ্ধারকৃত গাঁজা ধ্বংস এবং গ্রেফতারকৃত মাদকসেবীকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

অপরদিকে, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকা থেকে গাঁজাসহ ১ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল দক্ষিণ সুনামগঞ্জ থানার পাগলা জামিয়া ইসলামীয়া মাদ্রাসার সামন থেকে মো. লুৎফর রহমান (৪০) নামের এক মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব।

আটক মো. লুৎফর রহমান (৪০) ওই থানার কান্দিগাঁও-এর মৃত আসর আলীর ছেলে। পরে উদ্ধারকৃত গাঁজাসহ লুৎফুর রহমানকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:  জগন্নাথপুরের মেয়র উপ-নির্বাচন স্থগিত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১