আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:৪৬

যাত্রী নিয়ে বাকবিতন্ডা: চালকের উপর গাড়ি তুলে দিলেন আরেক অটোরিকশা চালক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২০, ০১:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যাত্রী নিয়ে বাকবিতন্ডার জের ধরে এক অটোরিকশা চালকের উপর গাড়ি তুলে দিলেন অন্য আরেক অটো রিকশা চালক।

সোমবার সকাল ৬টার দিকে মদিনা মার্কেট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মওলুদ হোসেন (৩৫) নগরীর বন কলাপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, সকাল ৬টার দিকে সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা মদিনা মার্কেট স্ট্যান্ডের সামনে যাত্রী নামিয়ে নতুন যাত্রী তুলতে চায়। তখন স্ট্যান্ডে থাকা স্থানীয় চালকরা তাকে বাঁধা দেন। তখন তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে সুনামগঞ্জের ঐ অটোরিকশা চালক মওলুদ হোসেনের উপর অটোরিকশা তুলে দেন। এতে মাথায় ও শরীরে বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন মওলুদ। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে হামলাকারী অটোরিকশা চালক বিশ্বনাথের কাজীরবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু তাহেরকে (২৭) আটক করেছে।

আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, নিহত চালকের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:  এবার ইউরোপ থেকে বাংলাদেশ আসা বন্ধ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০