সিলেটের বার্তা ডেস্ক:: বিশ্বজুড়ে সংক্রামক ব্যাধি করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুত। বাংলাদেশে ছোঁয়া লেগেছে এসেছে৷
জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ভিন্ন আঙ্গিকে মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানটিও ভিন্ন আঙ্গিকে হবে। জনসমাগম হবে এমন অনুষ্ঠানে নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় গণভবনে মুজিববর্ষ উদযাপনে গঠিত দুই কমিটির সঙ্গে বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ব্যাপক জনসমাগম হয় এমন অনুষ্ঠান আমরা নিরুৎসাহিত করবো। জনস্বাস্থ্যের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ মার্চের অনুষ্ঠান কীভাবে হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
সূত্র জানায়, গণভবনের বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। জনসমাগম নিরুৎসাহিত এবং জনগণের মঙ্গলের কথা বিবেচনা করে যেভাবে কার্যক্রম পরিচালনা করা যায়, সেভাবে অনুষ্ঠান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পরিস্থিতি অনুযায়ী অনুষ্ঠান করার নির্দেশনা দেওয়া হয়। সূত্র জানায়, কোনও স্থানে মুজিববর্ষের অনুষ্ঠান করা সম্ভব হলে মিশনগুলো তা করবে, সম্ভব না হলে করবে না। এছাড়া অনেক দেশ জনসমাগম নিষিদ্ধ করেছে। সেসব দেশে অনুষ্ঠান করার প্রয়োজন নেই বলে নির্দেশনাও দেওয়া হয়েছে।
সূত্র জানান, করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জনসমাগম হতে পারে, এমন অনুষ্ঠানে নিরুৎসাহিত করা হয়েছে।