আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:১৯

২ দিনের রিমান্ডে কলেজছাত্র মুন্না খুনের প্রধান আসামি দুলাল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৮, ২০২০, ০৯:১১ অপরাহ্ণ
২ দিনের রিমান্ডে কলেজছাত্র মুন্না খুনের প্রধান আসামি দুলাল

নিহত কলেজছাত্র নজরুল ইসলাম মুন্না-ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীতে হকারদের ছুরিকাঘাতে নিহত গোয়াইনঘাট কলেজের ছাত্র মুন্নার খুনের প্রধান আসামি দুলালকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ রবিবার পুলিশ দুলালকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত দুলালের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া। তিনি জানান, পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। আজ রবিবার শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুলাল মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিরাজুল হকের ছেলে। তিনি সিলেট নগরীর কাজী ইলিয়াস পলাশ-২০নং বাসায় থাকতেন।

নজরুল ইসলাম মুন্না খুনের মামলায় আর কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি বলেও জানিয়েছেন এসআই আকবর।

গত বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজারে এক বৃদ্ধকে মারধর করে হকাররা। এর প্রতিবাদ করেন সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের বাংলা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্না (২১)। ওই সময় তাকে ছুরিকাঘাত করে হকাররা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে ওই দিন রাতেই মুন্নার মৃত্যু হয়।

মুন্না গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

খুনের ঘটনায় তার বাবা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন:  মনোনয়নপত্র সংগ্রহ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০