সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মানবপাচারে দ্রুত বিচারে সিলেট পেল বিচারক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৮, ২০২০, ০৮:৫৫ অপরাহ্ণ
মানবপাচারে দ্রুত বিচারে সিলেট পেল বিচারক

সিলেটের বার্তা ডেস্ক:: মানবপাচার অপরাধের দ্রুত বিচারে সিলেটে নিয়োগ দেওয়া হয়েছে বিচারক। নিয়োগপ্রাপ্ত বিচারক মো. সাইফুর রহমান।

তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে কর্মরত ছিলেন।

মানব পাচার বিষয়ক অপরাধের দ্রুত বিচারের জন্য সিলেটসহ দেশের সাতটি বিভাগে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
রবিবার এসব ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। সাতটি ট্রাইব্যুনালে জেলা জজ পদমর্যাদার সাতজন নিয়োগ পেয়েছেন।

সিলেটে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে নিয়োগ পেয়েছেন মো. সাইফুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ছিলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও বরিশালে এ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইন ও বিচার বিভাগ থেকে আদেশও জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক গত ৪ মার্চ সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘মানবপাচারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় টায়ারে আছে, আমরা যদি মানবপাচার প্রতিরোধে সাতটি আদালত তাড়াতাড়ি স্থাপন না করি তাহলে আমাদের তৃতীয় টায়ারে নামিয়ে দেয়ার একটা সম্ভাবনা আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সাতটি মানব পাচার প্রতিরোধে সাতটি ট্রাইব্যুনাল স্থাপন করছি।’

 


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০