নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে নিখোঁজের ৫দিন পর নদীতে ভাসমান অবস্থায় সুনামগঞ্জের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সজেন্দ্র দাশ (৪০) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চকরিয়া গ্রামের নরেন্দ্র দাশের ছেলে।
আজ রবিবার ভোরে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখাল নদীতে থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত নরেন্দ্র দাশতার শশুর বাড়ি মোবারকপুর গ্রামে বসবাস করে আসছে। গত ৫ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। এব্যাপারে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাগ্নে নেপাল দাশ।
রবিবার মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখাল নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। ভোরে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট শেষে রবিবার বিকেলে লাশের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করে থানা পুলিশ। উদ্ধারের সময় লাশের গলা বাঁধা ছিল ১৫ কেজির পাথর। কি কারণে এ ঘটানাটি ঘটেছে তা জানা যায়নি। তবে রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার এসআই রতন লাল দেব বলেন, নিহতের স্ত্রীসহ কয়েকজনকে থানায় এনে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনসহ প্রকৃত অপরাধীদের আটকের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।