
মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে নিজঘর থেকে কামরুন্নাহার নিপা নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (৮মার্চ) দুপুরে মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রাম থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কামরুন্নাহার নিপা ওই গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে ও মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ওই স্কুল ছাত্রী মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।