আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:৫৫

আপেলের চাটনির ভিন্ন স্বাদ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৭, ২০২০, ০৮:৫০ অপরাহ্ণ
আপেলের চাটনির ভিন্ন স্বাদ

রান্না/রেসিপি বার্তা:: কতো কাঁচা ফলের চাটনি-ই না খেয়েছেন? ভাবছেন এটা আবার কেমন চাটনি। তাও আবার আপেলের।

কাঁচা আম, জলপাই, তেঁতুল, বড়ইসহ কত কিছু দিয়েই তো চাটনি তৈরি করা হয়। কিন্তু আপেলের চাটনি কি কখনো তৈরি করা হয়েছে? মিষ্টি এই ফলের তৈরি চাটনি একেবারেই নতুন ঘরানার হলেও খেতে বেশ চমৎকার। সকালের নাশতায় কিংবা ডাল-ভাতের সাথেও খাওয়া যাবে নতুন এই চাটনিটি।

আপেলের চাটনি তৈরিতে যা লাগবে

apple

১. চারটি আপেল।

২. দুইটি মাঝারি পেঁয়াজ কুঁচি।

৩. ৫০ গ্রাম কিশমিশ।

৪. এক চা চামচ সরিষাদানা।

৫. দুই চা চামচ আদা বাটা।

৬. ১০০ গ্রাম ব্রাউন সুগার।

৭. দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার।

৮. স্বাদমত লবণ।

আপেলের চাটনি যেভাবে তৈরি করতে হবে

apple

১. আপেলের খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে নিতে হবে।

২. একটি পাত্রে আপেল, পেঁয়াজ কুঁচি, কিশমিশ, সরিষাদানা, আদা বাটা, ব্রাউন সুগার, অ্যাপল আইডার ভিনেগার ও পরিমাণমতো লবণ একসাথে মিশিয়ে ভালোভাবে নাড়তে হবে।

৩. আপেল ও পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে এবং মাঝারি আঁচে রেখে এতে বলক আনতে হবে।

৪. বলক আসার পর আঁচ কমিয়ে দিয়ে এক ঘন্টা সময় নিয়ে জ্বাল দিতে হবে।

৫. পানি টেনে আসলে চিনি ও লবণ চেখে নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে আসলে কাঁচের বোয়ামে ঢেলে নিতে হবে।

আরও পড়ুন:  এবার সিলেট রেল স্টেশন বন্ধ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১