সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

উরুগুয়ে ও লন্ডন ঘুরে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৭, ২০২০, ০৮:০৯ অপরাহ্ণ
উরুগুয়ে ও লন্ডন ঘুরে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

উরুগুয়ে ও লন্ডন ঘুরে দেশে ফিরলেন রাষ্ট্রপতি


সিলেটের বার্তা ডেস্ক:: উরুগুয়ে ও লন্ডন ঘুরে দেশে  ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

১১ দিনের সরকারি সফর শেষে শনিবার বিকাল ৪টায় কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছানোর পর আইনমন্ত্রী আনিসুল হক, কূটনীতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি, বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিইরা জুনিয়র, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পররাষ্ট্র সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে, রাষ্ট্রপতি মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্ট কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে এবং লন্ডনে কিছু কর্মসূচিতে অংশ নিতে গত ২৬ ফেব্রুয়ারি উরুগুয়ের উদ্দেশে ১১ দিনের সফরে ঢাকা ত্যাগ করেছিলেন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০