
নিজস্ব সংবাদদাতা:: ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের কারনেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে নিজের স্থান করে নিয়েছি।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ক আলোচনায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব।
সুশান্ত কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সহকারী কমিশনার( ভূমি) এ. কে. এম নুর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ,সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাংবাদিক সুবাস দাস, মুজিবুর রহমান প্রমুখ।