নিজস্ব প্রতিবেদক:: ছড়া-কালভার্ট, যাত্রী ছাউনী দখল করে অবৈধভাবে দোকানকোটা নির্মাণ করে দীর্ঘদিন থেকে ব্যবসা করা ৫টি দোকানকোটা উচ্ছেদ করেছে সিলেট সিটি করপােরেশন।
আজ শনিবার সিলেট নগরীর সোবহানীঘাট-মেন্দিবাগ সড়কের দুই পাশের ছড়া, কালভার্ট ও যাত্রী ছাউনির উপর অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট এবং রেস্টুরেন্ট উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন।
অভিযানকালে ওই সড়কের দুই পাশে গড়ে ওঠা ৫টি দোকান এবং রেস্টুরেন্ট উচ্ছেদ করেছে সিসিক।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
সিসিক’র প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, সোবহানীঘাট-মেন্দিবাগ সড়কের দুই পাশের ৫টি অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে।
অভিযানকলে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক উপস্থিত ছিলেন।