সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছড়া দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান, উচ্ছেদ করলো সিটি করপােরেশন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৭, ২০২০, ০৫:১৫ অপরাহ্ণ
ছড়া দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান, উচ্ছেদ করলো সিটি করপােরেশন

নিজস্ব প্রতিবেদক:: ছড়া-কালভার্ট, যাত্রী ছাউনী দখল করে অবৈধভাবে দোকানকোটা নির্মাণ করে দীর্ঘদিন থেকে ব্যবসা করা ৫টি দোকানকোটা উচ্ছেদ করেছে সিলেট সিটি করপােরেশন।

আজ শনিবার সিলেট নগরীর সোবহানীঘাট-মেন্দিবাগ সড়কের দুই পাশের ছড়া, কালভার্ট ও যাত্রী ছাউনির উপর অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট এবং রেস্টুরেন্ট উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন।

অভিযানকালে ওই সড়কের দুই পাশে গড়ে ওঠা ৫টি দোকান এবং রেস্টুরেন্ট উচ্ছেদ করেছে সিসিক।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

সিসিক’র প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, সোবহানীঘাট-মেন্দিবাগ সড়কের দুই পাশের ৫টি অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে।

অভিযানকলে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক উপস্থিত ছিলেন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১