আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:০৮

ড্রাইভিং শিখতে গিয়ে দেয়ালের সাথে কারের ধাক্কা, নারীসহ আহত ৩

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৭, ২০২০, ০৪:৩৯ অপরাহ্ণ
ড্রাইভিং শিখতে গিয়ে দেয়ালের সাথে কারের ধাক্কা, নারীসহ আহত ৩

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের দেয়ালে ধাক্কায় এক মহিলাসহ ৩ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটে।

আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, শমশেরনগরের সবুজবাগ এলাকার টুম্পা সরকার (৩৫) ও কুলাউড়া উপজেলার শেলী বেগম (৩৭) শমশেরনগর বিএএফ শাহিন কলেজে তাদের সন্তানদের দিয়ে প্রাইভেট কার নিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাইভিং শিখতে গিয়েছিলেন। এসময় কার (ঢাকা মেট্রো খঃ ১১-৭৭২৫) নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের দেয়ালে গিয়ে ধাক্কা লেগে গাড়টি উল্টে যায়। এ ঘটনায় চালকসহ দুইজন আহত।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক থাকায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.নাসরিন জাহান দূর্ঘটনায় ৩ জন আহতের সত্যতা নিশ্চিত করেন।

 

আরও পড়ুন:  শ্রীমঙ্গলে নারী সমাজকে এগিয়ে নিতে কুংফু- কারাতের স্কুল

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭