সিলেট নগরীর পশ্চিম সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) বাদ জুমা থেকে শুরু হওয়া এই মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন মুফতি আফজাল হোসাইন রাহমানী, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে ওয়াজ ফরমান হযরত মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশি, মুফতি মঞ্জুর রশীদ আমিনী, মুফতি শরীফ উদ্দিন কাসেমি সহ দেশবিখ্যাত উলামায়ে কেরাম।
এসময় বক্তারা মুসলমানের ঈমান-আক্বিতা রক্ষার মূল বিষয় নিয়ে আলোচনা রাখেন। মসজিদ-মাদরাসাকে কেন্দ্র করে প্রত্যেককে ঈমানি বলে বলিয়ান হয়ে কুরআনি সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।
বাদ জুম্মা থেকে মধ্যরাত পর্যন্ত এই মাহফিলে সভাপতিত্ব করবেন বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর আহমদ কাসেমি।
এসময় সোনারপাড়া, পশ্চিম সোনারপাড়া, শাহজালাল উপশহরসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা মাহফিলে যোগ দেন।
সুন্দরভাবে মাহফিলটি অনুষ্ঠিত হওয়ায় ধর্মপ্রাণ সকল মুসল্লিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মসজিদ কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব মাসুক আহমদ ও সেক্রেটারি ফয়েজ-উল কয়েস।