খেলাধুলা বার্তা:: তামিমকে টপকিয়ে গেলেন লিটন দাস। তামিমের রেকর্ড ভাঙলো লিটনের ব্যাটিং চমকে।
নিজের রেকর্ড নিজেই ভেঙে গেল মঙ্গলবার (৩ মার্চ) দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। করেছিলেন ১৩৬ বলে ১৫৮ রান। যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
সেই রেকর্ড আজ পেছনে ফেলে দিয়েছেন লিটন দাস। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ১৪২ বলে ১৭৬! তাঁর ইনিংসে ছিল ১৬ চার, ৮ ছক্কা! স্ট্রাইক রেট ১২৩.০৭।
তামিম ১৫৪ রান করেছিলেন এই জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০০৯ সালে বুলাওয়েতে ১৩৮ বলে ৭টি চার আর ৬টি ছয়ে সাজিয়েছিলেন ওই ইনিংস। সেটিই ছিল দীর্ঘ কয়েক বছর বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
এপর গেল মঙ্গলবার তামিম খেললেন সেই ১৫৮ রানের অসাধারণ ইনিংস। কিন্তু আজ লিটনের মহাকাব্যিক এক ইনিংসে পেছনে পড়ে গেল সেই ইনিংসও।