নিজস্ব প্রতিবেদক:: ইসলাম শান্তির ধর্ম। বোমাবাজি, হত্যা, অশান্তি সৃষ্টি করা ইসলাম তার সূচনালগ্ন থেকে নিষেধ করে আসছে।
ভারতের দিল্লিতে হিন্দু কর্তৃক মুসলমানদের ইবাদতখানা মসজিদ ভাঙচুর, মিনারের মাইক খুলে ফেলাসহ মুসলমানদের উপর অব্যাহত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইমাম সাহেবানরা।
সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন আধ্যাত্মিক রাজধানী সিলেটে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে পালনের আহবান জানিয়ে বলেন, হিন্দুদের মন্দির, খৃষ্ঠানদের গীর্জা রক্ষার্থে স্ব স্ব অবস্থান থেকে পাহাড়া দেওয়ার কথাও বলেন তিনি।
সিলেট নগরীর প্রত্যেকটি মসজিদে শুক্রবার জুমার বয়ানে ইমামরা দিল্লির ইস্যু নিয়ে আলোচনা রাখেন।
নামাজের পূর্বে খুতবায় প্রাণঘাতক করোনাভাইরাস থেকে সিলেটসহ দেশবাসীর হেফাজতের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করেন।
সেই সাথে মুসলমানদের নেক আমলে আরো মন দেওয়ার কথাও বলেন তারা। নিজেদের বদ আমলির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন।