সিলেটের বার্তা ডেস্ক:: হবিগঞ্জের নবীগঞ্জে সিলেটগামী একটি মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নারী-শিশুসহ মারা গেছেন ৮ যাত্রী।
শুক্রবার (০৬ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নি।
পুলিশের ধারণা, তারা ছুটি কাটাতে সিলেটে পর্যটন স্পটে অথবা মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, অতিরিক্ত যাত্রী অর্থাৎ ১২ জন নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল মাইক্রেবাসটি। এরমধ্যে কান্দিগাঁও এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং আগুন ধরে যায় গাড়িটিতে।
এতে ঘটনাস্থলেই মারা যান নারী ও শিশুসহ আটজন। তাদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। একইসঙ্গে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বাকি চারজনও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার ছুটির দিনে যাত্রীরা সিলেটে মাজার অথবা বেড়াতে যাচ্ছিলেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানতে পারলে বিস্তারিত তথ্য জানা যাবে।