রেজওয়ান করিম, গোয়াইনঘাট সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে দুই পাথর শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (০৬মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বীর মঙ্গল গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নূর মিয়া (৩৫) ও বীর মঙ্গল নোয়াপাড়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে ময়না মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে ভারী বর্ষনের মধ্যে তারা পাথর উত্তোলনে ব্যস্ত ছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।