আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৩:০৬

মাধবপুরে মুখোমুখি ৩ ট্রাক, হাসপাতালে ১

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৫, ২০২০, ০৫:৪১ অপরাহ্ণ
মাধবপুরে মুখোমুখি ৩ ট্রাক, হাসপাতালে ১

মাধবপুর প্রতিনিধি:: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৩জন।

আজ বৃহস্পতিবার উপজেলার আন্দিউড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাথর বোঝাই একটি ট্রাক সিলেট থেকে ছেড়ে আসা যশোর-ট-১১-৩৭৩৬ নং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক (চট্টমেট্টো-ট-১৬-৫৭৬৮) ট্রাকটিকে ধাক্কা দিলে তার পেছনে থাকা আরেকটি ট্রাক (চট্টমেট্টো-ট-১১-৩৮৯২) ট্রাকটিকে ধাক্কা দিলে এতে সিলেট থেকে ছেড়ে আসা ট্রাকটের চালক আহত হন।

আহত চালক মাগুরা জেলার উমাঘাটা গ্রামের আনিছুর রহমান (৪৫) গুরুতর আহত হয়।

আহত অন্যান্য চালক ও হেলপার দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মাধবপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই বিপুল বলেন, এ দুর্ঘটনায় প্রায় উভয় দিকে প্রায় ১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

পরে দুর্ঘটনায় কবলিত ট্রাকগুলোকে সরিয়ে আনলে যানচলাচল স্বাভাবিক হয় ও দুর্ঘটনায় কবলিত ৩টি ট্রাককে হাইওয়ে থানায় নেয়া হয়।

আরও পড়ুন:  দুবাইয়ে নেপালি সহকর্মীর ছুরিকাঘাতে হবিগঞ্জের যুবক খুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১