সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ, ৩৩ হাজার টাকা জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২০, ০৪:২৬ অপরাহ্ণ
মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ, ৩৩ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর লোগো


সিলেটের বার্তা ডেস্ক:: পণ্যের মেয়াদ নেই, খাদ্য প্রস্তুত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, ওজনে কারচুপির দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৩হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সুনামগঞ্জের দিরাই পৌরশহরে অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ মার্চ) ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ এর সহকারী পরিচালক, মোঃ শফিকুল ইসলাম কর্তৃক দিরাই উপজেলার দিরাই বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

এতে মূল্য তালিকা না থাকা,বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদউত্তীর্ণ পণ্য রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তত, ওজনে কার চুপি, মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে একটি বেকারি, হোটেল, মুদি দোকান ও ফার্মেসীসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানকালে তানজিম বেকারীকে নগদ ৫হাজার টাকা , জমজম রেস্টুরেন্ট ১০হাজার টাকা, রফিক স্টোর ৫হাজার টাকা, আনিসা এন্টারপ্রাইজ ৫হাজার টাকা, স্বস্তি ভান্ডার ৫হাজার টাকা, দিরাই ফার্মাকে ৫হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দিরাই থানার পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন। ফোর্স।
অভিযান চলাকালীন সময়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। মো. শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে ।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০