প্রেসবার্তা:: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সমমনা ইসলামী দলগুলো।
ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন সিএএর’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অঙ্গিসংযোগের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে সিলেটের সমমনা ইসলামী দল ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে বন্দরবাজারস্থ জমিয়তের কার্যালয় সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সিলেটের সমমনা ইসলামী দলের বৈঠকে প্রথম অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৬ মার্চ শুক্রবার বাদ জুমআ সমমনা ইসলামী দলগুলোর মিছিল নগরীর বিভিন্ন স্পট থেকে সিলেট কোর্ট পয়েন্টে এসে জমায়েত হবে। সেখানে সমাবেশ শেষে সমমনা ইসলামী দল সিলেটের ব্যানারে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হবে । ৪ মার্চ বুধবার সমমনা ইসলামী দলের সিলেটের নেতৃবৃন্দ সকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময়কালে ৬ মার্চ শুক্রবার সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে সমমনা ইসলামী দল ও সিলেটের তৌহিদির জনতার প্রতি আহ্বান জানান। গণসংযোগ করেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, খেলাফত মসলিস জেলার সহ সভাপতি ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সামসুদ্দিন মো. ইলিয়াস, মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, বাংলাদেশ খেলাফত মসলিস মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মসলিস জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মাওলানা ফয়জুল হক জালালাবাদী, খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা প্রিন্সিপাল নাসির উদ্দিন, সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক সালেহ আহমদ শাহবাগী প্রমুখ।