
নিজস্ব সংবাদদাতা:: সম্প্রতি ভারতের দিল্লিতে মুসলমানদের হত্যা-নির্যাতন এবং মসজিদ ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জৈন্তাপুরের হরিপুর বাজারে আগামিকাল বুধবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে কওমি সমর্থক ফোরাম।
বুধবার বেলা ২টায় হরিপুরবাজার বাস স্ট্যান্ড থেকে এ বিক্ষোভ মিছিল বের হবে বলে জানা গেছে।
মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না।
অবিলম্বে মোদির রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিল করার দাবিতে এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেবেন দারুল হাদিস হরিপুরবাজার মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শায়খ মুফতী ইউসুফ।