সিলেটের বার্তা ডেস্ক:: সুনামগঞ্জের তাহিরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন একজন। এঘটনায় আহত অন্তত আরো ১০জন।
নিহত শহিদুন নুর (১৭) উপজেলার ঘাগটিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে ঘটেছে।
স্থানীয়রা জানান, নাসিরউদ্দিনের বড় ভাই মৃত নবিকুল মিয়ার ছেলে গোলাম কাদিরের সাথে তার সৎ বোন তাসলিমার পৈত্রিক জমির ভাগ বাটোয়ারা নিয়ে (গোলাম কাদিরের আপন চাচা) নাসির উদ্দিনের সাথে পুর্ব বিরোধ ছিল।
এরই জের ধরে কথাকাটা কাটির এক পর্যায়ে পুর্ব পরিকল্পিত ভাবে বিভিন্ন ভাবে সংঘটিত হয়ে মঙ্গলবার সকালে দেশিয় বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে নাসিরউদ্দিন ও তার ছেলের উপর অতর্কিত হামলা চালায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আসামী করে মামলা রুজু হয়নাই বলে জানিয়েছে তাহিরপুর থানা পলিশ।