সিলেটের বার্তা রিপোর্ট:: ৮ ঘন্টার সংক্ষিপ্ত সফরে সিলেট পৌছেই এয়ারপোর্ট থানা এলাকার সাহেবেরবাজারে কামাল উদ্দিন জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
মঙ্গলবার বেলা ১২টায় সিলেট বিমানবন্দরে পৌছার পরপরই তিনি সাহেবেরবাজার এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।