গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে পৃথক অভিযানে ভারতীয় মাদকসহ ৩জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার কুলুমছড়ার পাড় গ্রামের রহমত আলীর ছেলে আক্কল আলী, পূর্ব জাফলং ইউনিয়নের লাখের পাড় গ্রামের জব্বার উরফে ভুট্টো মিয়ার ছেলে শামীম আহমেদ ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে বাবুল মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
এসময় ধৃত আক্কল আলীকে ৭১ বোতল ফেন্সিডিল, শামীম আহমেদ এবং বাবুল মিয়াকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।