আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:৩১

অটোরিকশায় মিলল ১০২ বোতল ফেন্সিডিল, আটক ৪

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২, ২০২০, ০৯:১৬ অপরাহ্ণ
অটোরিকশায় মিলল ১০২ বোতল ফেন্সিডিল, আটক ৪

মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে তল্লাশী চালিয়ে একটি অটোরিকশা থেকে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক কারবারের সাথে জড়িত ৪ যুবককে আটকও করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আ রশিদের ছেলে রিপন মিয়া(১৯) শিবনগর গ্রামের ধনু মিয়ার ছেলে ওসমান গণি (৩৪), দ্বীন-মনিপুর ফরিদ মিয়ার ছেলে আল আমিন (২০) ও গাড়ি (সিএনজি) চালক চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রুকন মিয়া(২৮)

পুলিশ জানায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম এর নেতৃত্বে মাধবপুর উপজেলার কাসিমনগর-কালিকাপুর সড়কের হবিবপুর এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা তল্লাশী চালিয়ে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:  মাধবপুর থানায় 'আগুন' নেভাল ফায়ার সার্ভিস

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১