নিজস্ব সংবাদদাতা:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ করছে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব। মুজিববর্ষ উপলক্ষে প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২৭ ফেব্রুয়ারী গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সভায় প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন প্রেসক্লাব সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি গড়ে তোলার প্রস্থাব করলে বর্তমান সাধারণ সম্পাদক প্রস্থাবটি সমর্থন করেরন।
পরে সদস্যরাও এতে সমর্থন দিলে বিষয়টি সার্বজনিনভাবে পাস হয়। আসন্ন মুজিব বর্ষ অনুষ্টানের আগেই গোয়াইনঘাট প্রেসক্লাব সম্মুখে নিজেদের অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতির নির্মাণের দায়িত্বও নেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নবাগত দুই সদস্য ইমরান হোসেন সুমন ও সুবাস দাস। এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান,মুজিব বর্ষ উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনকের প্রতি সম্মান প্রদর্শনের স্মারক স্বরুপ গত ২৭ ফেব্রুয়ারী গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সভায় প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন প্রেসক্লাব সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি গড়ে তোলার প্রস্থাব করলে তা আমি সমর্থন করি। পরে বিষয়টি সার্বজনিনভাবেও পাস হয়।
ক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন বলেন,জাতির জনক শেখ মুজিবুর রহমানকে মুজিব বর্ষে গোয়াইনঘাটের সাংবাদিকতা অঙ্গণ থেকে সর্বোচ্চ সম্মান জানানোর প্রয়াস থেকেই এই উদ্যোগ নিতে বিষয়টি প্রস্থাব করলে গোয়াইনঘাট প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেন সমর্থন করলে পরে অপরাপর সদস্যরাও সম্মতি প্রকাশের পর নীতিগত সিদ্ধান্তনুসারে তা পাস হয়। গোয়াইনঘাট প্রেসক্লাবের নবাগত দুই সদস্য ইমরান হোসেন সুমন ও সুবাস দাস বলেন,জাতির জনকের সম্মানার্থে গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সম্মুখে প্রতিকৃতি নির্মানের কাজ দ্রুত বাস্তবায়িত হবে।