আজ বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৮:০৪

সিলেটে তামিমের দিকে ‘আঙ্গুল’, দর্শক আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১, ২০২০, ০৬:০৩ অপরাহ্ণ
সিলেটে তামিমের দিকে ‘আঙ্গুল’, দর্শক আটক

আটক-প্রতিকী ছবি

খেলাধুলা বার্তাঃ তামিমের দিকে আঙ্গুল তুলে অশুভ আচরণ প্রদর্শন করার দায়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এক দর্শককে আটক করেছেন বিসিবির নিরাপত্তা কর্মীরা।

আটক হামিদুর রহমান সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা।

আজ রোববার বেলা ১টায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হয়। টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ৬০ রানে ৪৩ বলে ২৪ রান করে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেন তামিম ইকবাল।

এ সময় গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারিতে থাকা হামিদুর রহমান নামের এক দর্শক তামিমের দিকে আঙুল তুলে অশোভন আচরণ করেন। এতে রেগে যান তামিমও। ড্রেসিংরুম থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দেখান তিনি। পরে অশোভন আচরণ করা হামিদুর রহমানকে আটক করে বিসিবির নিরাপত্তা দল।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হোসেইন ইমাম।

তিনি জানান, হামিদুর রহমানকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন:  হবিগঞ্জ থেকে ধর্ষক রনি-রবিউল গ্রেফতার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০