সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে স্বাধীনতার মাসকে বরণ করে নেওয়া হয়েছে।
সিলেট জেলা প্রশাসন এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও স্বাধীনতার মাস বরণ উপলক্ষে আজ রবিবার (১ মার্চ) নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
এছাড়াও সিলেট জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।