মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:: ৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার গোয়াছনগর গ্রামের ফয়সল মিয়া (৩৮) ও মো. সাহেদ মিয়া (১৯)।
শুক্রবার বিকেলে থানার এসআই রাহাত খান ও এএসআই দেলোয়ারসহ একদল পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেলঘর নামক স্থানে অভিযান চালান।
এ সময় আকটকৃতদের কাছ থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে এএসআই দেলোয়ার হোসেন বাদি হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।