সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে তামাবিল-সিলেট মহাসড়কের মামার বাজার অংশে গোল চত্বরসহ নির্মাণকাজ দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শনিবার বিকেল ৩টায় মহাসড়কের কাজ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এ নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক,পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, সহকারি কমিশনার(ভূমি) এ কে এম নুর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউটপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক নজরুল সিকদার, সদস্য সুবাস দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান, ব্যবসায়ী ছরোয়ার হোসেন ছেদু,মনিরুজ্জামান মিন্টু, জাকির খান, জাফলং নিউজ২৪ এর সম্পাদক ইমরান হোসেন সুমন,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন,শাহজান সিরাজ,আব্দল মান্নান,ছাত্রলীগনেতা সোহেল আহমদ, সাব্বির রহমান সাজন প্রমুখ।