আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:৩৫

২৮/২৯ দিয়ে গুগলের লিপ ইয়ার ডুডল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৬:৫৮ অপরাহ্ণ
২৮/২৯ দিয়ে গুগলের লিপ ইয়ার ডুডল

২৮/২৯ দিয়ে গুগলের লিপ ইয়ার ডুডল

তথ্য ও প্রযুক্তি বার্তা:: বিশ্ব সার্চ ইঞ্জিস গুগলে প্রবেশ করলেই চোখ পড়বে ২৮/২৯ দিয়ে গুগলের দৃষ্টিনন্দন ডুডল।

প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে শেষ হয়। এই দিনটিকে বলা হয় অধিবর্ষ বা লিপ ডে। বছরটিকে বলা হয় লিপ ইয়ার।

এ উপলক্ষে সুন্দর একটি ডুডল বানিয়েছে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ইংরেজিতে গুগল বানান দিয়েই ডুডলটি বানানো হয়েছে। ২৮ দিনে ফেব্রুয়ারি মাস সম্পন্ন হলেও এবার গুগল ডুডল ২৯ তারিখটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

গুগলের সার্চ অপশনে গেলে দেখা যাচ্ছে, প্রতিদিনের থেকে ইংরেজিতে google লেখা একটু ভিন্ন। সেখানে গুগলের বানানটির প্রথম জি ইংরেজি বর্ণটি সবুজ রঙের লেখা হয়েছে। বড় আকারে লেখা প্রথম ‘ও’ এর মঝখানে ইংরেজিতে 28 তারিখ লেখা, তার সঙ্গে যোগ হয়েছে গোলাপি রঙ, পরের ‘ও’ ইংরেজি বর্ণটি হালকা হলদে রঙের মাঝখানে 29 তারিখ লেখা। কিন্তু তাতে দুইটি হাঁসের আদলে পা ও চোখ শোভা পাচ্ছে। পরের জি ইংরেজি বর্ণটি স্মলে লেখা। তার মধ্যে দেখা যাচ্ছে গোলাপি রঙ। মাঝখানে সবুজ রঙের আই বর্ণটি। পরে স্মল বর্ণে এল এবং ই সবুজ রঙে।

আরও পড়ুন:  সিলেটে বন্ধ ফ্রি ওয়াইফাই: অকেজো পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১