আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৮:১৮

বাপ-বেটা মিলে কলেজছাত্রীকে অপহরণ, অত:পর…

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৪:৩৯ অপরাহ্ণ
বাপ-বেটা মিলে কলেজছাত্রীকে অপহরণ, অত:পর…

আরাফাত মোল্লা ও তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে এক কলেজছাত্রীকে বাপ-বেটা মিলে অপহরণ করেছিলেন। এঘটনায় কলেজছাত্রীর পিতা থানায় আরাফাত মোল্লা (৫৫) ও তার দুই ছেলে মাহবুব (২২) ও মাহফুজ (২৫) কে আসামী মামলা ( নং ১০/২৭-২-২০) করেন।

এই ঘটনায় আরাফাত মোল্লা ও তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

একইসাথে ভিকটিমকে উদ্ধার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম কর্মদা গ্রামের ওই কলেজছাত্রী গত ২২শে ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে অভিযুক্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

মামলায় তিনি উল্লেখ করেন আসামিরা বর্তমানে ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর এলাকায় বসবাস করে। আসামি মাহফুজ ভিকটিমকে প্রায়ই উত্যক্ত করত। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। সালিশে আসামিরা ভবিষ্যতে উত্যক্ত না করার লিখিত দিলেও তারা সংঘবদ্ধ হয়ে ভিকটিমকে অপহরণ করে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মামলা দায়ের হলে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে কাজে নামে পুলিশ। ২৭ ফেব্রুয়ারি ভোররাতে কুলাউড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে আসামি মাহফুজ ও তার পিতা আরাফাত মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:  গোয়াইনঘাটে স্কুল ছাত্রকে গরু চুর সাজিয়ে পেটাল প্রতিপক্ষরা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০