সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কোর্ট এলাকায় মামলার বাদীকে কোপানোর ঘটনায় মামলা: আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০১:১৭ অপরাহ্ণ
কোর্ট এলাকায় মামলার বাদীকে কোপানোর ঘটনায় মামলা: আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত

মামলার আসামীরা ও আহত কামরুজ্জামান।


নিজস্ব প্রতিবেদক:: সিলেট কোর্ট এলাকায় মামলার বাদিকে কুপানোর ঘটনায় থানায় মামলা (নং-১০১) দায়ের করা হয়েছে।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. রুহুল আমীনকে প্রধান আসামী করে ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আহত কামরুজ্জামান এর ভাই কবিরুজ্জামান চৌধুরী।

মামরার বাকি আসামীরা হলেন, একই এলাকার মৃত আব্দুস ছাত্তার খানের ছেলে আব্দুস সামাদ খান, মৃত লাল মিয়া চৌধুরীর ছেলে মুসিউর রহমান চৌধুরী, ছতই মিয়া খানের ছেলে শিব্বির আহমদ খান, দলু মিয়া খানের ছেলে সবুজ আহমদ খান, মৃত মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ আলী, মৃত তছই মিয়া চৌধুরীর ছেলে জামাল হোসেন চৌধুরী সেলিম, মৃত আব্দুস সাত্তার খানের ছেলে নাঈম আহমদ খান।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি, রবিবার বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামের দেওয়ান আব্দুল হাই এর ছেলে কামরুজ্জামান চৌধুরী উক্ত আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে বাড়ি-ঘর লুটপাট, হামলা সংক্রান্ত একটি মামলা (নং-১৮৮/২০১৮) চলমান রয়েছে। ওই মামলার স্বাক্ষীগ্রহণ কাজে সিলেট আদালতে আসেন তিনি।

এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোর্ট প্রাঙ্গণ এলাকায় আসামী রুহুল আমিন গংরা কামরুজ্জামান এর উপর স্বশস্ত্র হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শেখ মো. মিজানুর রহমান বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, কোটৃ এলাকায় মামলার বাদীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

 


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১