সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জৈন্তাপুরে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল পথচারীর প্রাণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২০, ১০:০৮ অপরাহ্ণ
জৈন্তাপুরে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল পথচারীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জৈন্তাপুরে বেপরোয়া গতির নাম্বারবিহীন একটি মোটরসাইকেল কেড়ে নিয়েছে আব্দুল করিম নামের এক পথচারীর প্রাণ।

নিহত আব্দুল করিম উরফে বেলটই ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর এলাকার মৃত আলম মিয়ার ছেলে।

উপজেলার জৈন্তিয়া গেইট সংলগ্ন ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টরি পয়েন্টে মটর

ঘটনাটি বুধবার, ২৬ ফেব্রুয়ারি, সন্ধ্যায় ৭টায় উপজেলার আইসক্রিম ফ্যাক্টরির সামনে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী বেপরোয়া গতির নাম্বারবিহীন একটি মটর সাইকেল উপজেলার আইসক্রিম ফ্যাক্টরি সামনে রাস্তা পারাপারের সময় আব্দুল করিম (বেলটই) কে ধাক্কা দেয়।

এসময়ে স্থানীয়রা তাকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোটরসাইকেল চালক জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামের মৃত আব্দুল হান্নানে ছেলে শামিম আহমদ (২০) মটর সাইকেলসহ পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন হাইওয়ে পুলিশের এএস আই কামরুল হাসান।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০