নিজস্ব প্রতিবেদক:: পূণ্যভূমি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।
সিলেটের তিনটি ম্যাচের ফলাফল নিজেদের ফেভারে নিতে আত্মবিশ্বাসী হয়ে বৃহস্পতিবার সিলেটে পা রাখছে টাইগাররা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল।
মিরপুর টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছে মুমিনুল হকের দল। এবার দলপতি মাশরাফি বাহিনীর পালা মিশন ওয়ানডে সিরিজ জয়।
সকলেরই জানা, বরাবরের মতো ওয়ানডে ফরম্যাটে তুলনামূলক ভালো খেলে বাংলাদেশ।
টাইগার বাহিনীর প্রধান নির্বাচকের কথায় পরিষ্কার আভাস পাওয়া গেছে, সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হয়তো শেরে বাংলার টেস্ট উইকেটের মতোই উইকেট দেখা যাবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ।
এদিকে সিলেট সিরিজ খেলতে প্রস্তুত জিম্বাবুয়ে দল। তবে একই সময়ে যাচ্ছে না বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ভিন্ন দুই ফ্লাইটে ভিন্ন সময়েই যাবে তারা। বৃহস্পতিবার বেলা ১১টার ফ্লাইটে প্রথমে যাবে জিম্বাবুয়ে। পরে সন্ধ্যা ৬টার ফ্লাইটে রওয়ানা হবে বাংলাদেশ দল।