সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের দিনকে ঐতিহাসিক দিবস ঘোষণার নির্দেশ হাইকোর্টের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৮:৪৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের দিনকে ঐতিহাসিক দিবস ঘোষণার নির্দেশ হাইকোর্টের

সিলেটের বার্তা ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের দিনকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে এক মাসের মধ্যে গেজেট নোটিফিকেশন জারিরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

১৭ মার্চ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উত্তোলন হবে জাতীয় পতাকা
আদেশে প্রত্যেক জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি যথাযথ স্থানে স্থাপনের নির্দেশ দেয়ার পাশাপাশি এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

প্রসঙ্গত, ২০১৭ সালে এ বিষয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড. বশির আহমেদ।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১