আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, বিকাল ৩:০৭

পরিচয় মিলেছে ট্রাকচাপায় নিহত যুবকের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৫:৫৬ অপরাহ্ণ

সিলেটের বার্তা রিপোর্ট:: সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী যুবকের পরিচয় মিলেছে।

নিহত যুবকের নাম মানিক লাল (৩৫)। তিনি ছাতক পৌরশহরের বাগবাড়ি মহল্লার দিলিপ লালের পুত্র ও ইউনিসেফ ঔষধ কোম্পানীর সিলেট আম্বরখানা বড়বাড়ি অফিসের কম্পিউটার অপারেটার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার মধ্যরাতে সড়কের কাজিবাড়ি সংলগ্ন এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী কাভার্ডভ্যান ঢাকা মেট্রো-ট-১১-৬৩৭৯ ও বিপরীত দিক থেকে আসা ট্রাক সিলেট-ড-১১-১৩৬০ এর সাথে অভারটেকিং করতে গিয়ে সিলেট থেকে ছাতকগামী অপর মোটর সাইকেল নং-সিলেট-ল-১১-৬৪২৪’র অারোহী কভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও ট্রাকের ঘাতক চালক ও হ্যালপার পালিয়ে গেছে।

খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা হিসেবে মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। পরে অারএফঅাইডি মেশিনের সাহায্যে মোটর সাইকেলের প্লেট নম্বার ট্যাকিং করে লাশের নাম ঠিকানা শনাক্ত করতে সক্ষম হয়েছেন বলে হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাক, কভার্ডভ্যান ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

 

আরও পড়ুন:  ছাতকে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭