আজ শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৪২

সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকচাপায় যুবক নিহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১১:২৩ পূর্বাহ্ণ

সিলেটের বার্তা রিপোর্ট:: সিলেট-সুনামগঞ্জ সড়কের কাজিবাড়ি সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় অজ্ঞাতনামা মোটর সাইকেলের এক আরোহি যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১২টা দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
সড়কের হাইওয়ে পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী ট্রাক নং-ঢাকা মেট্রো-ট-১১-৬৩৭৯ ও বিপরীত দিক থেকে অাসা সিলেট-ড-১১-১৩৬০ এর সাথে অভারটেকিং করতে গিয়ে সুনামগঞ্জগামী মোটর সাইকেল নং-সিলেট-ল-১১-৬৪২৪’র অারোহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার সাথে সাথে ট্রাক দুটির ঘাতক চালক ও হ্যালপার পালিয়ে গেছে।
খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ অামির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০