স্টাফ রিপোর্ট :: সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় ছাত্রলীগ ক্যাডার ইমন ও জামিলের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান গত রোববার রাত আটটার
দিকে,শাকিল মোর্শোদ এর বড় ভাই খালিক মোর্শোদ মুন্না, জানান গত কালকের ঘটনার সময় আমরা সবাই
উপস্থিত ছিলাম তারা নিজেদের মধ্যে কতা কাটাকাটি হচ্ছিল আমরা আজকের কতা বলে সমাধান করে দিব বলার পরে-ও ,আজ রাত ৮ টার দিকে নাছির গ্রুপ এর ইমন ও
জামিলের, কারণে অতিষ্ঠ লামা বাজার। পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন, সিলেটের বার্তাকে,জানান, আগের দিনের
ঘটনার খবর পেয়ে আমি ঐস্তানে উপস্থিত হয়ে সমাধন করে দেওয়ার কতা বলার পরেও , আজ আবার হামলা করে, ইমন সহ সবাই,
পথচারী ও দোকান মালিকেরা বলেন ইমনের কারণে এলাকার স্থানীয় একাধিক পথচারীরা জানান, নাসির গ্রুপের
অনুসারীদের কাছে জিম্মি কুয়ারপাড় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দোকান মালিকেরা আজ আবার
কোনো কিছু বুঝে ওটার আগে হামলা চালিয়ে দুইজনকে রক্তাক্ত করে, নিয়ে যায়, নামধারী নেতাদের ব্যবসা
প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও টাকা লুট করে নিয়েছে ছাত্রলীগ নামধারী একদল সন্ত্রাসী। আজ সমবার রাত ৮ টার দিকে মেসার্স
মুর্শিদ ব্রাদার্স এই ব্যবসা প্রতিষ্টানেতে হামলা চালানো হয়। এ সময় ৪ জন আহত হন। আহতরা হলেন প্রতিষ্টানের
সত্বাধিকারী শাকিল মোর্শোদ তার বড় ভাই খালিক মুর্শিদ মুন্না প্রতিষ্টানের ম্যানেজার মিছবাহ এবং পান দোকাদার কুনু, মিয়ার উপড় হামলা চালিয়ে লক্ষাধিক টাকা ও করেছে
বলে জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাকিল মোর্শোদর বড় ভাই খালিক মুর্শিদ মুন্না, বলেন,আজ রাত
৮টার দিকে জয় বাংলা স্লোগান দিয়ে নাছির গ্রুপের ইমন,জামিল,সহ ২০/২৫ জন ছাত্রলীগের একদল অস্ত্রসজ্জিত অবস্থায় হামলা চালিয়ছে।
এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে বলে জানান লামা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন
ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন ঘটনার বিষয়ে জানিয়েছেন ঘটনার খবর জানার পরই আমিসহ পুলিশের লোকজন
গিয়েছিল ঘটনাস্থলে। আমরা ইতোমধ্যে ৫ জনকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করেছি। আমাদের অভিযান চলছে।