ড. মাহাথির মোহাম্মদ
আন্তর্জাতিক বার্তা:: আধুনিক মালয়েশিয়ার রূপকার ও প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন। দেশটির রাজার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন ৯৪ বছর বয়সী এ প্রধানমন্ত্রী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
উত্তরসূরি আনোয়ার ইব্রাহীমকে ছাড়াই নতুন জোট গঠন করতে পারেন তিনি, এমন গুজবের মধ্যেই মাহাথিরের পদত্যাগের খবর এলো।
২০১৮ সালে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হয়েছিলেন মাহাথির। তবে এর আগে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।