এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জের দেওয়ান বাজার খা পুর দক্ষিণ পাড়া মসজিদুন নূর ‘র শুভ উদ্ব্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বাদ যোহর হতে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ প্রতিস্টাতা যুক্ত রাষ্ট্র প্রবাসী হাজি মোঃ আনোয়ার মিয়ার সভাপতিত্বে আয়োজিত মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন প্রধান অথিতি আল্লামা শেখ আব্দুস সহিদ,গলমু কাপনি, বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন আলহাজ্ব মাওলানা আব্দুস শহিদ চাম্পার কান্দি। মাওলানা আব্দুর রহমান, কলোমা, আব্দুল হাই উম্মর পুরি, ছালেহ আহমদ, আনোয়ার পুরি, নুমানুল হক চৌধুরী সুলতান পুর,আব্দুল গপ্পার, সরিশ পুর, মনির আহমদ দত্ত, পুর উপস্থিত ছিলেন, মাওলানা মুহিবুর রহমান,নুরুল ইসলাম, কামরুল ইসলাম, ছমরু মিয়া, শিহাব উদ্দিন, শায়খুল ইসলাম।
উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার ২০১৯ ইং প্রয়াত হযরত মাওলানা নুরুল ইসলা বিশ্বনাতি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
স্থানীয় মুসল্লিদের সুবিধা প্রদানের লক্ষে মসজিদের ভূমি ও নির্মান ব্যায় প্রদান করছেন গ্রামের
যুক্ত রাস্ট্র প্রবাসি সমাজ কর্মি মোঃ আনোয়ার মিয়া।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসিদ আলী, গ্রামের প্রবীণ মুরব্বি হাজি মোঃ নমির মিয়া,মাওলানা শিহাব উদ্দিন, মোঃ ছমরু মিয়া হাফিজ ছালিম মিয়া,প্রমুখ।