আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:৩১

নগরী থেকে র‌্যাবের হাতে মাদক মামলার আসামী সুবর্ণা আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০১:৪৮ অপরাহ্ণ
নগরী থেকে র‌্যাবের হাতে মাদক মামলার আসামী সুবর্ণা আটক

নগরী থেকে র‌্যাবের হাতে মাদক মামলার আসামী সুবর্ণা আটক

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী সুবর্ণাকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃত সুবর্ণা আক্তার (২৫) সিলেটের দক্ষিন সুরমার খোজারখলা কাঁশবন এনাম মিয়ার কলোনীর মো. আছর উদ্দিন মন্ডলের মেয়ে।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

র‌্যাব সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর তালতলা এলাকার হোটেল বিলাশের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

ধৃত সুবর্ণা জিআর-১১২/১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক) এর মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে র‌্যাব-৯ জানিয়েছে।

আরও পড়ুন:  অন্ধকার সমাজকে আলোকিত করতে বিশ্বনবীর আদর্শের বিকল্প নেই

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১