আজ সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩, হামলাকারী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২০, ১২:১৮ অপরাহ্ণ
ইংল্যান্ডে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩, হামলাকারী আটক
শেয়ার করুন/Share it

আন্তর্জাতিক বার্তা:: ইংল্যান্ডের রিডিং শহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় তিনজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের একটি পার্কে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে রেডিংয়ের বাসিন্দা ২৫ বছর বয়সী এক যুবককে আটক করে সে-ই খুন করেছে সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তি একজন লিবিয়ান। তার নাম খাইরি সাদাল্লাহ।
বর্তমানে ঘটনাস্থলে কাউন্টার টেররিজম কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।

গ্রেফতার ব্যক্তি লিবিয়ার নাগরিক বলে ধারণা করছেন নিরাপত্তাকর্মীরা। তবে এ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, লোকটি ভিড়ের মধ্যে সামনে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করছিলেন।

এ দিকে, হামলার ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

হামলার ঘটনায় আহত একাধিক ব্যক্তির বর্তমানে চিকিৎসা চলছে বলে জানিয়েছে দেশটির সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  শেখ হাসিনা বিশ্বের ৪২তম ক্ষমতাধর নারী
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০