আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:০৯

নারী দিবসে গুগল সেজেছে বিশেষ ডুডলে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৮, ২০২০, ১২:৪৮ অপরাহ্ণ
নারী দিবসে গুগল সেজেছে বিশেষ ডুডলে

নারী দিবসে গুগল সেজেছে বিশেষ ডুডলে

তথ্য ও প্রযুক্তি বার্তা:: নারী দিবসে গুগল সেজেছে বিশেষ ডুডলে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে একটি নতুন ডুডল তৈরি করা হয়েছে।

সমতার জন্য নারীদের আন্দোলন ও সংগ্রামকে উদযাপন করতে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অধিকারের বিষয়টি তুলে ধরে বিশ্বের অন্যান্য দেশের মতো রবিবার বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। জাতিসংঘের মতে এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

দিবসটি উপলক্ষে গুগল ডুডলে নারীদের সমতা, সকল পেশায় তাদের অবস্থান নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে।

প্রজন্ম সমতা প্রচারণাটি প্রত্যেক লিঙ্গ, বয়স, জাতি, ধর্ম এবং দেশের মানুষকে একত্রিত করেছে, যা আমাদের সকলের প্রাপ্য লিঙ্গ-সমান বিশ্ব তৈরি করবে।

জাতিসংঘের মতে, ২০২০ সাল বিশ্বব্যাপী লিঙ্গীয় সমতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ বছর এবং এটি লিঙ্গ সমতা আন্দোলনে আরও বেশ কয়েকটি গৌন মুহূর্ত চিহ্নিত করে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের দিকে পাঁচ বছরের মাইলফলক।

জাতিসংঘ জানিয়েছে, ২০২০ সাল সকল নারী ও মেয়েদের লিঙ্গ সমতা এবং মানবাধিকার অর্জনের জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের এক অদম্য সুযোগের প্রতিনিধিত্ব করে।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১