আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ১০:৩৮

সুনামগঞ্জে যুবকের মৃত্যু, লকডাউন ১২ বাড়ি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০, ০২:১৩ অপরাহ্ণ
সুনামগঞ্জে যুবকের মৃত্যু, লকডাউন ১২ বাড়ি

সিলেটের বার্তা প্রতিবেদক:: করোনার উপসর্গ নিয়ে সুনামগঞ্জে আবদুস সালাম (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামে ওই যুবকের মৃত্যু হয়।

এঘটনায় নিহতের পরিবারসহ আশপাশের ১২টি বাড়ি লকডাউন করে স্থানীয় প্রশাসন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, তারা খবর পেয়ে ওই বাড়িটি লকডাউন করে দিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্যবিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে। আশপাশের লোকজনকে সর্তক থাকতে বলা হয়েছে।

জেলা সিভিল সার্জন মো. শামস উদ্দিন জানান, যেহেতু আবদুস সালামের করোনার উপসর্গ ছিল তাই তার নমুনা সংগ্রহ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিভাগের নির্দেশনা অনুসারে তার দাফন করা হবে।

আবদুস সালাম নরসিংদীতে একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৬ মার্চ বাড়ি আসেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১