আজ শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:০৩

ধানক্ষেতে মিলল গৃহবধূর অর্ধগলিত লাশ, আটক-৫

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ০৩:৪০ অপরাহ্ণ
ধানক্ষেতে মিলল গৃহবধূর অর্ধগলিত লাশ, আটক-৫

সিলেটের বার্তা ডেস্ক::সুনামগঞ্জে হাওরপারের ধানক্ষেতে মিলল নিখোঁজ হওয়া গৃহবধূর অর্ধগলিত লাশ।

সেমাবার সকাল ৮টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি হাওর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটকও করেছে পুলিশ।

স্থানীয় লোকজন হাওরের ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ঊদ্ধার করে।

নিহত ললিতা বেগম (২৮) বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরম আলীর স্ত্রী।

গত ১৯ মাচ রাত ১১টায় ঐ গৃহবধূ পাশের বাড়িতে টেলিভিশন দেখে নিজ ঘরে ঢুকার সময় তিনি নিখোজ হন। এই গৃহবধূর একই গ্রামের সবুজ মিয়া(২২) নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় নিহতের ভাই মোঃ সামছুল আলম বাদি হয়ে নিখোঁজের একদিন পর গত ২০ মার্চ সবুজ মিয়াসহ ৫ জনকে অভিযুক্ত করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ ৫জনকে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ সবুজ মিয়া, তার সহোদর মুক্তার মিয়া,সহোদর নবী হোসেন,পিতা মুসলিম উদ্দিন ও পাশের গ্রামের ফুল মিয়া ও আলী হোসেন।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মুাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১