আজ শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:০১

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত পুলিশ পরিবারের ৩ সদস্য

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২০, ০৫:৫৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে করোনায় আক্রান্ত পুলিশ পরিবারের ৩ সদস্য

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়েছেন পুলিশ পরিবারের ৩ সদস্য। এ নিয়ে জেলাটিতে নতুন ৬ জনসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।

আক্রান্তদের মধ্যে রয়েছেন কুলাউড়া পুলিশের ২ সদস্য, কুলাউড়ার ফরিদপুর গ্রামের একই পরিবারের ২ জন। বড়লেখা থানায় কর্মরত এক এসআইর স্ত্রী ও শ্রীমঙ্গলে কলেজ পড়–য়া এক চা শ্রমিক।

কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হক  জানান, কুলাউড়া থানার বিপরীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ১৮জন পুলিশ সদস্য এক সাথে বসবাস করতেন। ওই কমপ্লেক্সে এর আগে ১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন, পরে ১৭ জনের শরিরের নমুনা পরিক্ষা করলে আরো ২ পুলিশ সদস্যের শরিরে করোনা আক্রান্তের উপসর্গ পাওয়া যায়।

অপরদিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের একই পরিবারের ২জন করোনায় আক্রান্ত হয়েছেন। ওই পরিবারে দুইদিন আগে ১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

এদিকে জেলার সকল উপজেলায় ও জেলা সদরে রমজান আসার সাথে সাথে অনেকটা লকডাউন শিথিল মনে হচ্ছে। লোকজন বাজারে এক সাথে জড় হয়ে কেনাকাটা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ত্রনে আনতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। ভোক্তা অধিকার কর্তৃক বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্য রাখার দায়ে জরিমান করছেন।

সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ জানান, এছাড়াও করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা যান। এ

র মধ্যে রাজনগরের ১ জন, বড়লেখার ১ জন সিলেটে ও মৌলভীবাজার জেলা সদরের ১ জন ঢাকায় মারাযান। করোনা উপসর্গ নিয়ে মারাযান ৬ জন। মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৫শত ৮০জন, হোমকোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ১১ শত ৫৭ জন। রিপোর্ট সংগ্রহের জন্য পাঠানো হয়েিেছল ৩৫৬ জন, রিপোর্ট এসেছে ২৪২ জনের।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১