আজ বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, বিকাল ৩:১০

মৌলভীবাজারে পুকুরপাড়ে মিলল স্কুলছাত্রের লাশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ০৯:২৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে পুকুরপাড়ে মিলল স্কুলছাত্রের লাশ

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে পুকুরপাড়ে মিলেছে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রের লাশ।

নিহত দীপক দাস (১৫) বড়লেখা উপজেলার সদর ইউনয়িনের কালিটি চা বাগানের নতুন লাইন এলাকার কাশী দাসের ছেলে ও কুলাউড়ার অগ্রনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্র।

শনিবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বিকালে উপজেলার কালিটি চা বাগানের পাশের পুকুরে গোসল করতে যায় দীপক। গোসল করার কোন এক মুহূর্তে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জানান, পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১