আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:৪৩

সৌদির সড়কে প্রাণ গেল কানাইঘাটের জামালের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০১:৪০ অপরাহ্ণ
সৌদির সড়কে প্রাণ গেল কানাইঘাটের জামালের

প্রবাস বার্তা:: সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের কানাইঘাটের   জামাল  উদ্দিন নামের এক ব্যক্তি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় দেশটির ইয়াম্বু শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত মুদচ্ছির আলীর ছেলে।
জানা গেছে, শুক্রবার জামাল উদ্দিন কর্মস্থলে গাড়ি নিয়ে যাওয়ার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন । গুরুতর আহত জামাল উদ্দিনকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, জামাল উদ্দিন সৌদি আরবে দীর্ঘদিন থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন। তার ২ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে। মাস খানেক পর তার দেশে আসার কথা ছিলো।
জামালের মৃত্যুর সংবাদ পরিবারের সদস্যদের কাছে আসলে তাদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। মাত্র ৬ মাস আগে জামালের ছোট ভাই কামালও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১