আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ১১:৪৭

দক্ষিণ সুরমায় বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল পথচারীর প্রাণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২০, ০৯:০৩ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল পথচারীর প্রাণ

নিহত মধু মঙ্গল সিনহা

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় বেপরোয়া মোটর কেড়ে নিয়েছে এক পথচারীর প্রাণ।

নিহত মধু মঙ্গল সিনহা (৫০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের মৃত বাবু সেনা সিনহার ছেলে এবং তিনি দক্ষিণ সুরমার গোটাটিকরের খোকা পালের বাসার ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোটাটিকর এলাকায় ত্রাণ আনার জন্য বাইসাইকেলে যাচ্ছিলেন মধু বাবু সিংহ। এসময় একটি বেপরোয়া গতির মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, দুর্ঘটনার পর মোটর সাইকেল চালক পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১